
রংপুরে বগুড়া লেখক চক্রের বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
উত্তর জনপদের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন উপলক্ষে রংপুর বিভাগের কবি সাহিত্যিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। পরামর্শ সভার শুরুতেই বগুড়ায় আগামী ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কবি সম্মেলনের কর্মসূচি উপস্থাপন করা হয়। পরে ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবুর সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন ছড়াকার হাই হাফিজ, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবন, কবি ও সংগঠক সাকিল মাসুদ, কবি তাপস মাহমুদ, দিনাজপুরের কবি ও সংগঠক লুৎফর রহমান, পঞ্চগড়ের কবি নুরুজ্জামান হালিম, নীলফামারীর ছড়াকার রাজ্জাক দুলাল ও শাহীন স্বপন, গাইবান্ধার কবি মানিক বাহার, কবি হাসান রোকন ও কবি কংকন সরকার, ঠাকুরগাঁওর কবি ও সম্পাদক ফজলে ফিরোজ, লালমনিরহাটের ছড়াকার ইরশাদ জামিল ও আব্দুস সালাম। বগুড়া লেখক চক্র থেকে বক্তব্য রাখেন মাহাবুব টুটুল, কবি শাকিবুল শাকিল ও মাহমুদ কাওছার।
সভায় রংপুর বিভাগের আট জেলার কবিগণ এতে অংশগ্রহণ করেন। পরামর্শ সভায় বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন আরো কিভাবে সফল করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান উপস্থিত কবি সাহিত্যিকগণ।