র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৫ মাদককারবারী গ্রেফতার 

Editor

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ নারীসহ ৫ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।
বুধবার (১৩ আগস্ট) রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর এলাকার রুবেল মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫),  আবু তাহের এর ছেলে রুবেল মিয়া (৩৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে আজিজুল হাকিম নাঈম (২৫) ও নাদিম (৩৫) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর এলাকার মাসুদ রানার মেয়ে এশা মনি (১৮)।
অভিযানে ২৪ কেজি গাঁজা ,৯৭ বোতল ফেন্সিডিল ও ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও অভিযানের সময় পালিয়ে যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার হাফিজুর রহমানের ছেলে  আরিফ (৩৫)।
রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পৃথকে অভিযানে মাদকদ্রব্য ও মাদকবহনকারী মোটরসাইকেল জব্দসহ গ্রেফতারকৃত ৫ মাদককারবারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।